fbpx

আবারো কমলো স্বর্ণের দাম

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

পরপর দুই সপ্তাহ দেশের বাজারে ভরিতে কমলো স্বর্ণের দাম। ভরি প্রতি ২০৪১ টাকা কমিয়ে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এ মিলিয়ে দুই সপ্তাহে স্বর্ণের দাম কমলো ভরিতে মোট ৩৫৫৭ টাকা।

মঙ্গলবার (৯ মার্চ) বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) স্বর্ণের এ নতুন দাম নির্ধারণ করলো। বাজুসের সভাপতি এনামুল হক খান ও সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগারওয়ালার স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বুধবার (১০ মার্চ) থেকে স্বর্ণের এ নতুন দর কার্যকর করা হবে।

বাজুসের নির্ধারিত স্বর্ণের নতুন দর অনুযায়ী আজ বুধবার থেকে ২২ ক্যারেটের ভালো মানের স্বর্ণের দাম ভরি প্রতি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ৬৯ হাজার ১০৯ টাকা, ২১ ক্যারেটের স্বর্ণের দাম ৬৫ হাজার ৯৬০ টাকা, ১৮ ক্যারেটের দাম ৫৭ হাজার ২১১ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৪৬ হাজার ৮৯০ টাকা।

তবে, দেশে রুপার দামে কোন পরিবর্তন হয়নি এ সপ্তাহে। পূর্ব নির্ধারিত ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ক্যাটাগরি অনুযায়ী ১৫১৬ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ১৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের দাম ১২২৫ টাকা ও সনাতন পদ্ধতির রুপার দাম ৯৩৩ টাকা।

Advertisement
Share.

Leave A Reply