fbpx

আবারো বিমানবন্দরে পাওয়া গেল ২৫০ কেজির বোমা

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

আজ সোমবার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্মাণাধীন তৃতীয় টার্মিনালে মাটির নিচ থেকে আবারো পাওয়া গেছে ২৫০ কেজি ওজনের একটি বিশালাকার বোমা। একই স্থান থেকে মাত্র ৫ দিন আগেই গত বুধবার আরো একটি ২৫০ কেজি ওজনের বোমা পাওয়া গিয়েছিল।

বোমা উদ্ধারের সত্যতার বিষয়টি আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) দেওয়া এক বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিমানবন্দরে নির্মাণাধীন তৃতীয় টার্মিনালে কনস্ট্রাকশন সাইটে পাইলিংয়ের কাজ করার সময় মাটির ১০ ফুট নিচে থেকে ২৫০ কেজি ওজনের জেনারেল পারপাস (জিপি) বোমার মতো দেখতে একটি বস্তু পাওয়া গেছে। পরে আধুনিক যন্ত্রপাতি নিয়ে বাংলাদেশ বিমানবাহিনী একটি প্রশিক্ষিত বোমা নিষ্ক্রিয়করণ দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বোমাটি নিষ্ক্রিয় করে। সেখান থেকে বোমাটি ধ্বংস করতে সতর্কতার সাথে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়।

বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী ধারণা করা হচ্ছে, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় বোমাটি মাটিতে নিক্ষেপ করা হয়েছিল। বোমাটি পুরোপুরি ধ্বংস করে নিষ্ক্রিয় করতে টাঙ্গাইলের রসুলপুরে ফায়ারিং রেঞ্জে পাঠানো হচ্ছে।

 

Advertisement
Share.

Leave A Reply