fbpx

আবারো লকডাউনের মেয়াদ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

Pinterest LinkedIn Tumblr +

মহামারি করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে চলমান লকডাউন আরও এক সপ্তাহ আগামী ২৮ এপ্রিল পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এই লকডাউনেও আগের নিয়ম অনুযায়ী বিধিনিষেধ থাকবে। তবে এবার চলবে বিশেষ ফ্লাইট ।

দ্বিতীয় ঢেউয়ে করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় তা নিয়ন্ত্রণে সরকার দেশে ৫ এপ্রিল থেকে গণপরিবহন চলাচলসহ বিভিন্ন ক্ষেত্রে বিধিনিষেধ জারি করেছিল। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় আবার ১৪ থেকে ২১ এপ্রিল পর্যন্ত ‘সর্বাত্মক লকডাউন’ দেয়া হয় কিন্তু করোনায় মৃতের সংখ্যা বেড়েই চলেছে তা নিয়ন্ত্রনে সরকারি ঘোষণা অনুযায়ী আবারো এক সপ্তাহ লকডাউন বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

লকডাউনে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস বন্ধ রয়েছে। তবে বিমান, সমুদ্র, নৌ ও স্থলবন্দর এবং এ-সংক্রান্ত অফিসগুলো এই নিষেধাজ্ঞার আওতার বাইরে। গণমাধ্যমসহ জরুরি সেবা কার্যক্রমও চলবে। প্রথমে ব্যাংক বন্ধের ঘোষণা দিলেও পরে তা আবার খোলার সিদ্ধান্ত হয়। আর শিল্পকারখানাগুলো নিজস্ব ব্যবস্থাপনায় চালু আছে।

Share.

Leave A Reply