fbpx

আমরা এখনো আশাবাদী, মিয়ানমার রোহিঙ্গাদের ফেরত নেবে : পররাষ্ট্রমন্ত্রী

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

মিয়ানমার রোহিঙ্গাদের ফেরত নেবে বলে আশা প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। তবে কবে বা কখন তারা রোহিঙ্গাদের ফেরত নেবে, তা বলা মুশকিল বলে উদ্বেগ প্রকাশ করেন পররাষ্ট্রমন্ত্রী।

রবিবার (১০ জানুয়ারি) চট্টগ্রাম প্রেসক্লাবে নিরাপত্তা বিশ্লেষক মেজর (অব:) এমদাদুল ইসলামের দুটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা মিয়ানমারের কাছে জানতে চেয়েছি, রোহিঙ্গাদের ফেরত নেয়ার পর তাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে কিনা? উত্তরে মিয়ানমার জানিয়েছে, রোহিঙ্গাদের জন্য তারা নিরাপদ ও উপযুক্ত পরিবেশ তৈরি করছে। কিন্তু দুঃখের বিষয়, আজ প্রায় সাড়ে তিন বছর হলো, একজন রোহিঙ্গাকেও তারা ফেরত নেয়নি। আমার মনে হয়, তাদের মধ্যে রয়েছে আন্তরিকতার অভাব রয়েছে।‘

মিয়ানমার নানা অজুহাতে আলোচনা পিছিয়ে নিচ্ছে অভিযোগ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মিয়ানমারের সাথে আমাদের সর্বশেষ বৈঠক হয়েছে গত বছরের জানুয়ারি মাসে। এরপর কোভিড, মিয়ানমারের ইলেকশনের বাহানা দিয়ে তারা বারবার বৈঠক পিছিয়েছে। এবার যেহেতু তাদের দেশে ইলেকশন শেষ, আমরা আশা করছি, নতুন করে আলোচনা শুরু করতে পারবো। আজকেও মিয়ানমারের সঙ্গে আমাদের আলোচনা চলছে।‘

পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন আরও বলেন, ‘১৯৯২ সালে প্রায় ২ লাখ ৫৩ হাজার রোহিঙ্গা আমাদের দেশে আশ্রয় নেয়। পরবর্তীতে আলোচনার মাধ্যমে তারা ২ লাখ ৩০ হাজার রোহিঙ্গা ফেরত নিয়েছিলো, সেজন্য আমরা আশাবাদী।’

Advertisement
Share.

Leave A Reply