fbpx
BBS_AD_BBSBAN
৮ই ডিসেম্বর ২০২২ | ২৩শে অগ্রহায়ণ ১৪২৯ | পরীক্ষামূলক প্রকাশনা

যুক্তরাষ্ট্রের ধনীরা আয়কর প্রায় দেনই না

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

যুক্তরাষ্ট্রে ধনকুবেররা খুব সামান্যই আয়কর দেন। এমন তথ্যই উঠে এসেছে নিউইয়র্ক ভিত্তিক প্রোপাবলিকা নিউজ সাইটে ফাঁস হওয়া এক নথিতে।

এতে বলা হয়েছে, জেফ বেজস, ইলন মাস্ক এবং ওয়ারেন বাফেটের মত ধনকুবেররা প্রতিবছর কোটি কোটি ডলার আয় করেন। তবে সে তুলনায় আয়কর দেন খুব কম। ওয়েবসাইটটি দাবি করছে, দেশটির অভ্যন্তরীণ রাজস্ব সেবা ব্যবস্থার নথি থেকে তারা এই তথ্য পেয়েছে।

সংবাদ মাধ্যম বিবিসি জানায়, এই ওয়েবসাইটে অভিযোগ করা হয়েছে অ্যামাজনের জেফ বেজোস ২০০৭ এবং ২০১১ সালে কোন আয়কর দেননি। আর ২০১৮ সালে টেসলার মালিক ধনকুবের ইলন মাস্ক কোন আয়কর দেননি।

হোয়াইট হাউসের একজন মুখপাত্র এই তথ্য ফাঁস করাকে ‘অবৈধ’ বলে বর্ণনা করেছেন। তিনি বলেন, এফবিআই ও কর কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করে দেখছে।

এদিকে প্রোপাবলিকা জানিয়েছে, আগামীতে তারা এ সংক্রান্ত আরও তথ্য প্রকাশ করবে।

ওয়েবসাইটটি বলেছে, আমেরিকার ২৫ জন সবচেয়ে বিত্তশালী কর দেন খুবই কম। গড় হিসাবে তাদের মোট আয়ের মাত্র প্রায় ১৫.৮%। আমেরিকায় মূলধারার বেশিরভাগ কর্মীর থেকে তাদের দেয়া করের পরিমাণ অনেক কম।

Advertisement
Share.

Leave A Reply