fbpx

আরও ৪টি বাস টার্মিনাল হবে ঢাকায়

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ঢাকার চারপাশে আরো চারটি নতুন বাস টার্মিনাল করা হবে বলে জানিয়েছেন, ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস ও মো. আতিকুল ইসলাম। রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতেই এ উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান তারা।

বুধবার (২৩ ডিসেম্বর) সকালে সাভারের ভাটুলিয়া ও বিরুলিয়া এলাকায় জায়গা পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন দুই মেয়র।

এ সময় দুই মেয়র বলেন, আন্তঃজেলা বাসগুলো রাজধানীতে যেন প্রবেশ না করে এবং শুধু সিটি সার্ভিসগুলোই যেন সেখানে চলে, সেই চিন্তাভাবনাই করা হচ্ছে।

এ সময় মেয়র তাপস বলেন, বিশেষজ্ঞরা প্রাথমিকভাবে ১০টি জায়গা নির্ধারণ করেছিলেন আন্তঃজেলা বাস টার্মিনাল নির্মাণের জন্য। এর মধ্য থেকে চারটি জায়গা ঢাকা শহরের নিকটবর্তী হওয়ায় এগুলোতেই বাস টার্মিনাল নির্মাণ করার পরিকল্পনা করা হয়েছে। তিনি আরও বলেন, যদি সবার মতামতের ভিত্তিতে ওই চার জায়গা নির্দিষ্ট করা যায়, তবে আগামী বছরই টার্মিনাল নির্মাণকাজ শুরু করা হবে।

পাশাপাশি, ডিএনসিসির মেয়র বলেন, শহরের ভেতরের বাস, শুধু শহরের ভেতরই চলবে। আর বিভিন্ন জেলার বাস ঢাকার আশপাশে নির্ধারিত বাস টার্মিনালে এসে থামবে। এর ফলে, ঢাকা শহরের মধ্যে যে বাস প্রতিযোগিতা চলে, তা বন্ধ হবে।

এ বিষয়ে দুই মেয়র আরো বলেন, গাবতলী, মহাখালী ও সায়েদাবাদ বাস টার্মিনাল ‘সিটি টার্মিনাল’ হিসেবে পরিচালিত হবে।

পুরো গণপরিবহন ব্যবস্থা শৃঙ্খলার মধ্যে আনতে এবং এ অবস্থার পরিবর্তন ঘটাতে তাঁরা এ উদ্যোগ নিয়েছেন বলে জানান দুই মেয়র।

Advertisement
Share.

Leave A Reply