fbpx

আরও ৬১৩ রোহিঙ্গা পৌঁছেছেন ভাসানচরে

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

আরও ৬১৩ রোহিঙ্গা নাগরিক আজ চট্টগ্রাম থেকে ভাসানচরে পৌঁছেছেন। রোহিঙ্গাদের সেখানে নিয়ে যাওয়া হয় দুইটি জাহাজে করে, আর তাদের মালপত্র নিয়ে যাওয়া হয় আরও একটি জাহাজে করে।

শনিবার (১৮ ডিসেম্বর) চট্টগ্রাম বোট ক্লাব থেকে সকাল ১০টা ২০ মিনিটে তাদের নিয়ে নৌবাহিনীর তিনটি জাহাজ ভাসানচরের উদ্দেশে রওনা হয়। বিকেলে জাহাজ তিনটি ভাসানচরে পৌঁছেছেন বলে সংশ্লিষ্টরা নিশ্চিত করেছেন।

এর আগে, শুক্রবার (১৭ ডিসেম্বর) রোহিঙ্গাদের ভাসানচরে নেওয়ার উদ্দেশে কক্সবাজারের উখিয়া থেকে চট্টগ্রামে এনে বিএএফ শাহীন কলেজ মাঠের অস্থায়ী তাঁবুতে রাখা হয়।

উল্লেখ্য, এর আগে ছয় দফায় প্রায় ১৮ হাজার ৬০০ রোহিঙ্গাকে ভাসানচরে নিয়ে যাওয়া হয়। মাঝখানে প্রায় আট মাস বন্ধ থাকার পর আজ থেকে আবারও রোহিঙ্গাদের ভাসানচরে নিয়ে যাওয়া হচ্ছে।

স্বরাষ্ট্র এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গার সংখ্যা বর্তমানে ১১ লাখ ১৮ হাজার ৫৭৬ জন।

Advertisement
Share.

Leave A Reply