fbpx

আরমানিটোলা অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ আরও একজনের মৃত্যু

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

পুরান ঢাকার আরমানিটোলার হাজী মুসা ম্যানসনে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ আরও একজন মারা গেছেন।

রবিবার সকালে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে মারা যায় শাফায়াত হোসেন (৩৫)। ছয়তলা ভবনের নিচতলায় রাসায়নিকের গুদামে লাগা আগুনে পুড়ে মারা যাওয়া ৪ জনসহ মৃতের সংখ্যা দাঁড়ালো ৫ জনে।

শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের চিকিৎসক পার্থ শংকর পাল জানান, শাফায়াতের শরীর তেমন দগ্ধ না হলেও তার শ্বাসনালী পুড়ে গিয়েছিল। আইসিইউতে ভর্তি আছেন আরও ৩জন। এছাড়া ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন আরও ১৬ জন।

তবে আইসিইউ বা ওয়ার্ডের কোনও রোগীই শঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন আবাসিক চিকিৎসক পার্থ শংকর।

বৃহস্পতিবার ভোররাতে আরমানিটোলার হাজী মুসা ম্যানসনের নিচতলার রাসায়নিক গুদামে আগুন লাগে। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। অগ্নিকাণ্ডের ঘটনায় মারা যান চারজন। রাসেল, ওয়ালিউল্লাহ বেপারী, কবির হোসেন ও সুমাইয়া আক্তারের মরদেহ ওই ভবন থেকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা। আহত ২১ জনকে হাসপাতালে ভর্তি করা হলে রবিবার সকালে মৃত্যু হয় শাফায়াত।

Advertisement
Share.

Leave A Reply