fbpx

আর্জেন্টিনায় ভ্যাকসিন কেলেঙ্কারির অভিযোগে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

আর্জেন্টিনায় করোনা ভ্যাকসিন পেতে ভিআইপি ও সরকার-ঘনিষ্ঠরা বিশেষ সুবিধা পাওয়ায় সমালোচনার মুখে পদত্যাগে বাধ্য হলেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী জিনস গঞ্জালেজ গার্সিয়া। প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজের নির্দেশে শুক্রবার পদত্যাগ করেন তিনি। সংবাদ সংস্থা রয়টার্স এ খবর নিশ্চিত করেছে।

এক টুইটার বার্তায় গার্সিয়া দাবি করেন, ‘অনিচ্ছাকৃত বিভ্রান্তি’র কারণে কিছু লোক বিশেষ সুবিধা নিয়ে ভ্যাকসিন নিয়েছেন।‘ তিনি দূরে ছিলেন বলেই এমনটা হয়েছে বলেও জানান তিনি।

এর আগে দেশটিতে সঠিক প্রক্রিয়া অনুসরণ না করেই অন্তত ১০ জন ভ্যাকসিন পেয়েছেন বলে অভিযোগ ওঠে। তাদের মধ্যে একজন দাবি করেন, সরাসরি স্বাস্থ্যমন্ত্রীর সাথে কথা বলেই ভ্যাকসিন পেয়েছেন তিনি।

এই খবর গণমাধ্যমে আসার পরই তীব্র সমালোচার ঝড় ওঠে নানা মহলে। এর জেরেই প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ স্বাস্থ্যমন্ত্রী গার্সিয়াকে পদত্যাগের নির্দেশ দেন।

চলতি মাসের শুরুর দিকে, লাতিন আমেরিকার আরেক দেশ পেরুতেও ভ্যাকসিন কেলেঙ্কারিতে পদত্যাগ করেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী। দেশটিতে খোদ প্রেসিডেন্টের বিরুদ্ধেও ভ্যাকসিন নিয়ে দুর্নীতির অভিযোগ ওঠে।

Advertisement
Share.

Leave A Reply