fbpx

আল-জাজিরার সাংবাদিককে মুক্তি দিয়েছে ইসরায়েলি পুলিশ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ইসরায়েলি পুলিশের হাতে গ্রেফতার হওয়া কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার নারী সাংবাদিককে ছেড়ে দেওয়া হয়েছে।

শনিবার অবরুদ্ধ পূর্ব জেরুজালেমের কাছের শেখ জাররাহ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছিল। এর কয়েক ঘণ্টা পরেই বিভিন্ন মহলের সমালোচনার মুখে তাকে মুক্তি দেয় ইসরায়েলি পুলিশ।

আল-জাজিরা জানিয়েছে , ওই সাংবাদিকের নাম গিভারা বুদেইরি। তিনি প্রতিষ্ঠানটির জেরুজালেম প্রতিনিধি হিসেবে কাজ করেন।

গ্রেফতারের সময় তাকে মারধরও করা হয়। সেই সাথে সংবাদ সংগ্রহে ব্যবহৃত জিনিসপত্র ভেঙে ফেলা হয়। এ ঘটনায় আন্তর্জাতিক সাংবাদিক সংগঠন ও মানবাধিকার সংগঠনগুলোকে নিন্দা জানানোর আহ্বান জানিয়েছে আল-জাজিরা।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জেরুজালেম থেকে আল জাজিরার আরেক সংবাদকর্মী হোদা আবদেল হামিদ জানান, ‘আটক হওয়ার সময় গিভারা বুদেইরির গায়ে ‘প্রেস’ লেখা জ্যাকেট ছিল। এমনকি হয়রানি এড়াতে পুলিশকে তিনি ইসরায়েলি কর্তৃপক্ষের দেওয়া প্রেস কার্ডও দেখিয়েছিলেন। এরপরও কোনো কারণ ছাড়াই তাকে আটক করা হয়।’

ইসরায়েলি পুলিশের দেওয়া এক বিবৃতিতে দাবি করা হয়, নিরাপত্তা বাহিনীর জন্য হয়রানির কারণ হতে পারেন, এমন সন্দেহে এক নারী ও এক পুরুষকে আটক করা হয়েছিল।

Advertisement
Share.

Leave A Reply