টসে হেরে ব্যাটিংয়ে শ্রীলঙ্কা, শুরুটাও খারাপ হয়নি লঙ্কানদের। প্রথম ছয় ওভারে এক উইকেট হারালেও দাসুন শানাকার দল স্কোরবোর্ডে তুলে ৪৮ রান। দুই ওপেনার পাথুম নিশাঙ্কা এবং কুশল পেরেরার ব্যাট থেকে আসে ৪২ রান। শুরু থেকেই মারমুখী হয়ে খেলতে থাকা পেরেরা পাওয়ারপ্লের শেষ ওভারে আন্দ্রে রাসেলের বলে তারই হাতে তালুবন্দী হয়ে প্যাভিলিয়নে ফিরেন ২১ বলে ২৯ রান করে।

নিজের বোলিংয়ে ক্যাচ নিয়েছেন রাসেল নিজেই।
পেরেরা ফিরে যাওয়ার পর মনে হচ্ছিল খেলায় ফিরবে ক্যারিবিয়ানরাও, উইকেট তুলে নিবে দ্রুতই। কিন্তু রাসেল-রামপলদের অপেক্ষা বাড়িয়ে দ্বিতীয় উইকেট জুটিতে নিশাঙ্কা-চারিথ আশালঙ্কা মিলে যোগ করেন ৯৩ রান। ব্যক্তিগত অর্ধশতক করে লঙ্কান ওপেনার যখন প্যাভিলিয়নে ফিরে যাচ্ছেন, তখন শ্রীলঙ্কার সংগ্রহ ২ উইকেটে ১৩৩; ইনিংসের বাকি আরো ২৭ বল!

ঝড়ো ইনিংস খেলেছেন শানাকা।
প্লাটফর্মটা তৈরীই ছিল, শুধু প্রয়োজন ছিল পাওয়ার হিটিং ক্রিকেট খেলে রানটা এগিয়ে নেয়ার। ব্যাট করতে এসে সেটাই করেছেন দাশুন শানাকা। আশালঙ্কার সাথে যোগ করেছেন ১৯ বলে ৪৬ রান। আশালঙ্কা ব্যক্তিগত ৬৮ রানে ফিরে গেলেও শেষ অব্দি খেলেছেন লঙ্কান অধিনায়ক। আর তাতেই নির্ধারিত ২০ ওভার শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ৩ উইকেটে ১৮৯। শানাকা অপরাজিত ছিলেন ২৪* রানে; ৩৩ রানে ২ উইকেট নিয়েছেন আন্দ্রে রাসেল।