fbpx

আশুগঞ্জে ট্রেনের ধাক্কায় অটোরিকশায় থাকা দুই ভাই নিহত

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

বাবার চোখের চিকিৎসা করাতে ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকায় যাচ্ছিলেন দুই ভাই। কিন্ত মাঝপথে আশুগঞ্জে তালশহর রেল ক্রসিংয়ে লেভেল ক্রসিং পারাপারের সময় ট্রেনের সঙ্গে তাঁদের সিএনজিচালিত অটোরিকশার ধাক্কা লাগে।

ঘটনাস্থলেই দুই ভাই নিহত হন।আর আহত হন বাবা ও অটোরিকশার চালক। রবিবার (১২ আগস্ট) ভোর পৌনে পাঁচটার দিকে তালশহর লেভেল ক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আশুগঞ্জ থানার এসআই ধর্মজিৎ সিংহ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। নিহতরা হলেন- সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের রাজঘর গ্রামের সাদেক মিয়ার ছেলে রুবেল (৩৩) ও পাবেল (২৩)।

আর আহত অবস্থায় সাদেক মিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আশুগঞ্জ থানার এসআই বলেন, ভোরে একটি সিএনজি চালিত অটোরিকশা তালশহরের ভেতর দিয়ে শহর থেকে আশুগঞ্জ সদরের দিকে যাচ্ছিল। পথে তালশহর রেলক্রসিং অতিক্রম করার সময় চট্রগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি মেইল ট্রেন অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশায় থাকা দুই ভাই ঘটনাস্থলেই নিহত হয়।

Advertisement
Share.

Leave A Reply