fbpx

আসছে পিকের সিকুয়েল, আমিরের সাথে রণবীরও

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

আমির খান এবং রাজকুমার হিরানি মানেই সিনেমার নতুন টেস্ট। ব্যাপারটা এমন দাড়িয়েছে তারা জুটি হয়ে পর্দায় উপস্থিত মানেই সিনেমা সুপার ডুপার হিট।

প্রথমে ‘থ্রি ইডিয়টস’, তারপর ‘পিকে’। দুটি সিনেমাতেই বাজিমাত করেছেন এই জুটি ।

দর্শকের জন্য আবারও এক হতে চলেছেন তারা। আর হাজির হচ্ছেন ‘পিকে’র সিকুয়াল নিয়ে। সিনেমার প্রযোজক বিধু বিনোদ চোপড়ার সূত্রে এমনই আভাস দিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো।

বলিউড হাঙ্গামা তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, ‘পিকে’ সিনেমা শেষ হওয়ার পর থেকেই সিনেমাটির সিকুয়েল নিয়ে চিন্তা করে রেখেছিলেন প্রযোজক বিনোদ।

আসছে পিকের সিকুয়েল, আমিরের সাথে রণবীরও

‘পিকে’ সিনেমার একটি দৃশ্যে রণবীর কাপুর এবং আমীর খান। ছবি: সংগৃহীত

অবশেষে সেটাই হতে যাচ্ছে। সম্প্রতি সিনেমাটির সিকুয়াল নিয়ে আলোচনা শুরু করছেন প্রযোজক বিনোদ। কথা বলেছেন হিরানি ও আমির খানের সঙ্গে।

যোজক বিনোদ জানান, এবারের গল্পটিও লিখবেন অভিজাত জোশী। তবে তিনি এখনো লেখা শুরু করেননি। অভিজাতের লেখা শুরুর সাথে শুরু হবে সিনেমাটির কাজও। আসবে নায়িকার ঘোষণাও।

আমির খান থাকলেও কেন্দ্রীয় চরিত্রে দেখা যেতে পারে অভিনেতা রণবীর কাপুরকে। ‘পিকে’ ছবির গল্পের শেষ দিকে রণবীরকে পৃথিবীতে রেখে ফিরে গিয়েছিলেন আমির। তখনই ধারণা করা হয়েছিলো এর সিক্যুয়েল আসবে এবং এবার রণবীর কাপুরের পৃথিবী সফরের অভিজ্ঞতা দেখানো হবে।

Advertisement
Share.

Leave A Reply