fbpx

আসছে ‘বিউটি সার্কাস’, মুক্তির দিন চূড়ান্ত

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

আসছে সেই মাহেন্দ্রক্ষণ। অবশেষে মুক্তি পেতে যাচ্ছে মাহমুদ দিদার পরিচালিত, জয়া আহসান অভিনীত সিনেমা ‘বিউটি সার্কাস’। ‘বিউটি সার্কাস’ এর মধ্য দিয়ে দেড় বছর পর দেশের বড় পর্দায় ফিরছেন জয়া।

সেপ্টেম্বরে প্রেক্ষাগৃহে দেখা যাবে সিনেমাটি, এটি আগেই জানা গিয়েছিলো। । এবার চূড়ান্ত হলো ২০১৪-১৫ অর্থবছরের সরকারের অনুদানপ্রাপ্ত সিনেমাটির মুক্তির তারিখ। ২৩ সেপ্টেম্বর।

বৃহিপতিবার(১ সেপ্টেম্বর) তথ্যমন্ত্রী হাছান মাহমুদের হাতে ‘বিউটি সার্কাস’–এর পোস্টার তুলে দেওয়ার মধ্য দিয়ে সিনেমার প্রচারণা শুরু করেন পরিচালক মাহমুদ দিদার।

মাহমুদ দিদার বলেন, ‘বিউটি সার্কাস’ নিয়ে মানুষের প্রত্যাশা ও ভালোবাসা অভাবনীয়। সিনেমাটি নিয়ে আমাদের দীর্ঘদিনের লড়াই শেষ হতে যাচ্ছে। ২৩ সেপ্টেম্বর সিনেমাটি মুক্তি পাবে। আশা করছি, আমাদের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির ধারক সিনেমাটি হলে গিয়ে দর্শক উপভোগ করবেন।

১ সেপ্টেম্বর রাত আটটায় সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমার পোস্টার উন্মোচিত হয়।

আসছে ‘বিউটি সার্কাস’, মুক্তির দিন চূড়ান্ত

মুক্তি পেয়েছে ‘বিউটি সার্কাস’ সিনেমার অফিসিয়াল পোস্টার। ছবি: সংগৃহীত

এই সিনেমার শুটিং শুরু হয় ২০১৭ সালের ৬ ফেব্রুয়ারি। প্রায় দুই হাজার গ্রামবাসীর অংশগ্রহণে, ২০০ জন নির্মাণসঙ্গী নিয়ে সিনেমাটির কাজ শুরু হয়। সার্কাস প্যান্ডেল নির্মাণ ও গ্রামীণ মেলার আয়োজন করেন পরিচালক।

জয়া আহসান সিনেমাটিতে সার্কাসকন্যা ‘বিউটি’ চরিত্রে অভিনয় করেছেন। এ ছারাও ছাড়াও অভিনয় করেছেন ফেরদৌস আহমেদ, তৌকীর আহমেদ, এ বি এম সুমন, শতাব্দী ওয়াদুদ প্রমুখ।

Advertisement
Share.

Leave A Reply