fbpx

ইউরোপ আবারও করোনা মাহামারির কেন্দ্র হয়ে উঠতে পারে: ডব্লিউএইচও

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ইউরোপ জুড়ে আবারও বেড়েছে করোনার সংক্রমণ। জার্মানিতে গেল ২৪ ঘন্টায় রেকর্ড ৩৪ হাজার রোগী শনাক্ত হয়েছে। সংক্রমণ বাড়ছে রাশিয়াসহ আরও কিছু দেশে।

এই অঞ্চলে আবারও করোনা মহামারির কেন্দ্র হয়ে উঠতে পারে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা- ডব্লিউএইচও। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এই তথ্য দিয়েছে।

বৃহস্পতিবার, এক সংবাদ সম্মেলনে ডব্লিউএইচও ইউরোপবিষয়ক প্রধান হ্যান্স কলুজ বলেন, ‘ আগামী ফেব্রুয়ারির মধ্যে উইরোপে আরও ৫০ লাখ মানুষ করোনা আক্রান্ত হয়ে মারা যেতে পারে। এ জন্য পর্যাপ্ত ভ্যাকসিন প্রয়োগ না করাকেই দায়ি করছেন তিনি।

করোনা ভাইরাস সংক্রমণ রোধে কৌশল পরিবর্তন করতে হবে বলেও জানান হ্যান্স।

সাম্প্রতিক মাসগুলোতে ইউরোপের দেশগুলোতে করোনা ভ্যাকসিন দেয়ার হারে গতি কমেছে। ভ্যাকসিন গ্রহণে সবচেয়ে বেশি উদাসীন রাশিয়ার বাসিন্দারা। এখানে মাত্র ৩২ শতাংশ মানুষ ভ্যাকসিন নিয়েছে। তবে স্পেনে প্রায় ৮০ শতাংশ মানুষ ভ্যাকসিন নিয়েছে। ফ্রান্স নিয়েছে ৬৮ শতাংশ আর জার্মানি নিয়েছে ৬৬ শতাংশ।

Advertisement
Share.

Leave A Reply