fbpx

ইতালি থেকে আটক কাতালোনিয়ার স্বাধীনতাকামী নেতা পুজদেমন

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

কাতালোনিয়ার স্বাধীতাকামী নেতা কার্লেস পুজদেমনকে ইতালি থেকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার স্পেন সরকারের একটি গ্রাপ্তারি পরোয়ানার ভিত্তিতে আটক হন তিনি।

২০১৭ সালে স্পেন থেকে স্বাধীনতার দাবিতে গণভোট আয়োজনে আলোচিত নেতা ছিলেন পুজদেমন। স্পেনের অভিযোগ অবৈধ ভাবে এই গণভোট আয়োজন করা হয়েছিল। তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহীতার অভিযোগ এনেছে স্পেন।

স্বায়ত্বশাসিত কাতালোনিয়ার সাবেক প্রেসিডেন্ট কার্লেস পুজদেমন। গণভোটকে কেন্দ্র করে স্পেন সরকারের ধরপাকড়ের মুখে তিনি বেলজিয়ামে আশ্রয় নেন। সেখান থেকেই ভ্রমণের জন্য ইতালি গিয়েছিলেন এই নেতা।

পুজদেমনকে আটকের ঘটনায় নিন্দা জানিয়েছেন কাতালোনিয়ার বর্তমান প্রেসিডেন্ট পেরে আরাগোনস।

Advertisement
Share.

Leave A Reply