fbpx

ইথিওপিয়ায় দুর্ভিক্ষ চলছে: জাতিসংঘ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ইথিওপিয়ার উত্তরাঞ্চলের দুর্ভিক্ষ চলছে বলে জানিয়েছে জাতিসংঘ। ওই অঞ্চলে পরিস্থিতি বিশ্লেষণ করার পর এই তথ্য দিয়েছেন সংস্থাটির ত্রাণ সাহায্য বিষয়ক প্রধান মার্ক লোকক।

তিনি বলেন, “সেখানে পরিস্থিতি আরো খারাপের দিকে যাচ্ছে।”

জাতিসংঘের সহযোগিতা ও বিভিন্ন সংস্থার উদ্যোগে পরিচালিত সমীক্ষায় দেখা গেছে যুদ্ধ-বিধ্বস্ত টিগ্রে অঞ্চলে সাড়ে তিন লাখ মানুষ “গুরুতর সংকটের” মধ্যে রয়েছে।

ওই অঞ্চলে গত বছরের নভেম্বর মাস থেকে শুরু হওয়া সরকারি বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে যুদ্ধে ঘর হারিয়েছ ১৭ লাখেরও বেশি মানুষ।

এরকম পরিস্থিতিতে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি এবং শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ সঙ্কট মোকাবেলায় জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে।

তবে জাতিসংঘের বিশ্লেষণের সাথে একমত নয় ইথিওপিয়ার সরকার। তারা বলছে, ওই অঞ্চলে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির সাথে সাথে তারা সেখানে মানবিক ত্রাণ সাহায্যের কর্মসূচিও বিস্তৃত করছে।

Advertisement
Share.

Leave A Reply