fbpx

ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরি অগ্ন্যুৎপাতে নিহতের সংখ্যা বেড়ে ১৪, ছাইয়ে তলিয়েছে গ্রাম

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে আগ্নেয়গিরি অগ্ন্যুৎপাতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছ ১৪ জনে। আহত হয়েছে ৫০ জনেরও বেশি। তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। শনিবার মাাউন্ট সেমেরু আগ্নেয়গিরি বিস্ফোরণে এই হতাহতের ঘটনা ঘটে।

খারাপ আবহাওয়ার জন্য মাউন্ট সেমেরু আগ্নেয়গিরির আশেপাশের এলাকায় উদ্ধার অভিযান বন্ধ রাখা হয়েছে। এর মধ্যেই কর্তৃপক্ষ সতর্ক করেছে, এই সপ্তাহে আবারও অগ্ন্যুৎপাত হতে পারে। এ অবস্থায় বাসিন্দাদের নিরাপদে সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।

দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানায়, শনিবার সকালে হেলিকপ্টারে করে করে এই এলাকা পর্যবেক্ষণ করা হয়েছে। টুইটারে প্রকাশিত একটি ছবিতে দেখা যায় এক সময়ের সবুজ ক্ষেত এখন ছাইয়ে ভরে গেছে। ছাইয়ের স্তুপে তলিয়ে গেছে বেশ কিছু গ্রাম। সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, দোতালা বাড়ির ছাদ পর্যন্তও ছাই ভরে গেছে।

Advertisement
Share.

Leave A Reply