fbpx

ইন্দোনেশিয়ায় ভূমি ধসে নিহত ৩

Pinterest LinkedIn Tumblr +

ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে চীন পরিচালিত একটি বিদ্যুৎ কেন্দ্রে ভূমি ধসে নিহত হয়েছে অন্তত তিন জন।

শুক্রবার স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, এখনও অনেকে নিখোঁজ থাকায় আশঙ্কা করা হচ্ছে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

বৃহস্পতিবার বিকেল থেকেই সুমাত্রার উত্তরাঞ্চলে ভারী বৃষ্টি শুরু হয়। এতে মাটি নরম হয়ে ভূমি ধসের ঘটনা ঘটে। দুর্যোগ কবলিত এলাকায় এখনও অভিযান চালিয়ে যাচ্ছে নিরাপত্তা বাহিনী।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, এখনও অন্তত নয় জন নিখোঁজ রয়েছেন। ধারণা করা হচ্ছে তারা পাহাড় ধসে মাটির নিচে চাপা পড়েছেন।

ইন্দোনেশিয়ার বিভিন্ন দ্বীপে প্রায়ই এমন বন্যা ও ভূমি ধসে হতাহতের ঘটনা ঘটে।

Share.

Leave A Reply