fbpx

ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী বিমান নিখোঁজ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ইন্দোনেশিয়ায় আনুমানিক ৬২ আরোহী নিয়ে একটি যাত্রিবাহী বিমান নিখোঁজ হয়েছে। আরোহীদের মধ্যে ১০ শিশুসহ ৫৬ জন যাত্রী এবং ছয়জন ক্রু ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।

শনিবার শ্রীবিজায়া এয়ারের বোয়িং- 737 মডেলের বিমানটি, স্থানীয় সময় দুপুর আড়াইটা নাগাদ জাকার্তা থেকে ওয়েস্ট কালিমান্তান প্রদেশের উদ্দেশ্যে রওনা হয়। জাকার্তা বিমান বন্দর থেকে এটি ছেড়ে যাওয়ার কিছুক্ষণ পরেই কন্ট্রোল টাওয়ারের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

ফ্লাইট ট্র্যাকার ওয়েবসাইট ফ্লাইটরেডারটুয়েনটিফোরডটকম জানায়, জাকার্তা থেকে উড়াল দেওয়ার চার মিনিট পর সেটি আকাশে ১০ হাজার ফুটের বেশি উচ্চতায় অবস্থান করছিল। সেখানে এক মিনিটের কম সময় অবস্থানের পর হঠাৎ করেই রাডার থেকে হারিয়ে যায়।

ইন্দোনেশিয়ার পরিবহণ মন্ত্রণালয় জানাচ্ছে, নিখোঁজ বিমানটির জন্য তল্লাশি শুরু হয়েছে।

রেজিস্ট্রেশন তথ্য অনুযায়ী, বিমানটি ২৭ বছর পুরোনো একটি বোয়িং 737 -500। শ্রীবিজয়া এয়ার স্থানীয় বিমান অপারেটার। তারা বলছে, ঐ ফ্লাইট সম্পর্কে এখনও তথ্য জোগার করা হচ্ছে।

এর আগে ২০১৮ সালে ইন্দোনেশিয়ার এয়ারলাইন লায়ন এয়ার’র বোয়িং 737 ম্যাক্স মডেলের একটি উড়োজাহাজ ১৮৮ জন আরোহী নিয়ে বিধ্বস্ত হয় এবং সবাই মারা যায়।

Advertisement
Share.

Leave A Reply