fbpx

ইসরায়েলে নতুন জোট সরকার, নেতানিয়াহুর শাসনের অবসান

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ইসরায়েলে নতুন সরকার গঠনে চুক্তিতে পৌঁছেছে বিরোধীদলগুলো। এর মধ্য দিয়েই অবসান হতে যাচ্ছে দীর্ঘ ১২ বছর ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর শাসন কাল।

মধ্যপন্থী দল ইয়েশ আতিদ পার্টির নেতা ইয়াইর লাপিদ এক ঘোষণায় বলেন দেশটির আটটি দল মিলে জোট সরকার গঠন করতে সক্ষম হয়েছে।

চুক্তি অনুযায়ী ডানপন্থী দল ইয়ামিনা পার্টির প্রধান নাফতালি বেনেট শুরুতে প্রধানমন্ত্রী হবেন। এরপর তিনি ইয়াইর লাপিদের কাছে দায়িত্ব হস্তান্তর করবেন। তবে সরকারের শপথ গ্রহণের আগে পার্লামেন্টে এ নিয়ে ভোট হতে হবে।

ইসরায়েলের গণমাধ্যমে প্রকাশিত একটি ছবিতে দেখা যায় ইয়াইর লাপিদ, নাফতালি বেনেত এবং ইসলামপন্থী রাম পার্টির নেতা মানসুর আব্বাস একটি চুক্তি স্বাক্ষর করছেন। শরুতে এমন চুক্তিকে অনেকেই অসম্ভব মনে করেছিলেন।

মনসুর আব্বাস সাংবাদিকদের বলেন, অনেক কঠিন ও বিরোধপূর্ণ অবস্থা পেরিয়েই এই সিদ্ধান্তে পৌঁছানো হয়েছে। এই চুক্তি আরবদের জন্য লাভজনক হবে বলেও মন্তব্য করেন তিনি।

প্রেসিডেন্টকে পাঠানো চিঠিতে ইয়ার লাপিদ বলেছেন নাফতালি বেনেটের পাশাপাশি তিনিও সরকারের প্রধান থাকবেন। ২০২৩ সালের ২৭ আগস্ট তারা প্রধানমন্ত্রীর দায়িত্ব বদলে নেবেন।

Advertisement
Share.

Leave A Reply