fbpx

ঈদুল আজহা পালিত হবে ২১ জুলাই

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

দেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ২১ জুলাই ঈদুল আজহা পালিত হবে।

রবিবার (১১ জুলাই) বায়তুল মোকাররমের ইসলামিক ফাউন্ডেশনে বৈঠক শেষে জাতীয় চাঁদ দেখা কমিটি এই ঘোষণা দেন।

বৈঠকে ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী ফরিদুল হক খান সভাপতিত্ব করেন। তিনি বলেন, রবিবার বাংলাদেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় খবর পাওয়া গিয়েছে।সেই হিসেবে সোমবার থেকে জিলহজ মাস গণনা হবে।’

তিনি আরও বলেন, ‘নিয়ম অনুযায়ী ১০ জিলহজ ঈদুল আজহা উদযাপিত হবে। সেই অনুযায়ী ইংরেজি মাস হিসাব করে দেখা যায় বাংলাদেশে ২১ জুলাই ঈদুল আজহা অনুষ্ঠিত হবে।’

অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তাসহ সংশ্লিষ্ট অন্যান্য সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে ফেনীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু সেলিম মাহমুদ-উল হাসান গণমাধ্যমকে চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করেন।

Advertisement
Share.

Leave A Reply