fbpx

ঈদের আগে ১০ হাজার ৭০০ কোটি টাকা পাঠিয়েছেন প্রবাসীরা

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

প্রতি বছর ঈদের আগে প্রবাসীরা দেশে রেকর্ড পরিমাণ রেমিটেন্স পাঠান। এবারও তার ব্যতিক্রম ঘটেনি।

জুলাই মাসের প্রথম ১৫ দিনে প্রবাসীরা দেশে ১২৬ কোটি ৪২ লাখ মার্কিন ডলার বা ১০ হাজার ৭০০ কোটি টাকার বেশি রেমিটেন্স পাঠিয়েছেন। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

সেখানে বলা হয়েছে, জুলাই মাসের ১৫ দিনে ১২৬ কোটি ৪২ লাখ মার্কিন ডলার রেমিটেন্স দেশে এসেছে। জুন মাসজুড়ে তারা ১৯৪ কোটি মার্কিন ডলার রেমিটেন্স পাঠান।

এ সময় সবচেয়ে বেশি রেমিটেন্স এসেছে বেসরকারি ইসলামী ব্যাংকের মাধ্যমে। এই ব্যাংকে প্রবাসীরা ৩৮ কোটি ৭৮ লাখ ডলার রেমিটেন্স পাঠান। পরবর্তী অবস্থানে যথাক্রমে রয়েছে- ডাচ-বাংলা ব্যাংকে ১৬ কোটি ৯২ লাখ, অগ্রণী ব্যাংক ১৩ কোটি ৭৬ লাখ ও সোনালী ব্যাংকে ৭ কোটি ৬৪ লাখ ডলার রেমিটেন্স।

২০২০-২১ অর্থবছরে দেশে মোট দুই হাজার ৪৭৭ কোটি ৭৭ লাখ ডলার বা দুই লাখ ১০ হাজার ৬১০ কোটি টাকা রেমিটেন্স এসেছে। ২০১৯-২০ অর্থবছরে যার পরিমাণ ছিল এক হাজার ৮২০ কোটি ডলার বা ১৮ দশমিক ২ বিলিয়ন ডলার। আর ২০১৮-১৯ অর্থবছরে দেশে রেমিটেন্স এসেছিল এক হাজার ৬৪২ কোটি ডলার।

Advertisement
Share.

Leave A Reply