fbpx

ঈদে ভ্যাপসা গরমের আভাস

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

পবিত্র ঈদ-উল-ফিতরের দিন ভ্যাপসা গরমের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার (৯ এপ্রিল) থেকে গরম ফের বাড়তে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রবিবার (৭ এপ্রিল) দেশের আট বিভাগেই ঝড়-বৃষ্টি হতে পারে। এতে দিনের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঝড়-বৃষ্টির কারণে তাপমাত্রা অনেকটাই কমে গত কয়েকদিন ধরে দেশব্যাপী যে দাবদাহ চলছে তা থেকে অনেকটাই স্বস্তি মিলতে পারে। ঝড়-বৃষ্টির প্রবণতা আগামীকাল সোমবারও অব্যাহত থাকতে পারে। তবে  এতে ঈদে ভ্যাপসা গরমের পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।

ঈদের দিন আবহাওয়া কেমন থাকবে, জানতে চাইলে আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ আবদুর রহমান বলেন, এদিন (ঈদের দিন) বৃষ্টির সম্ভাবনা খুবই কম। তাপমাত্রা থাকবে বেশি। গরমে হাঁসফাঁস অবস্থা থাকবে।

মনোয়ার হোসেন বলেন, বর্তমান আবহাওয়া অবস্থা আরও এক সপ্তাহ বিরাজ করবে। এপ্রিলজুড়েই সারা দেশে তাপপ্রবাহ থাকবে। ভৌগোলিক অবস্থা আর জলবায়ু পরিবর্তনের প্রভাবের কারণেই আবহাওয়ার এ পরিবর্তন।

Advertisement
Share.

Leave A Reply