fbpx

ঈদে শাকিব ফিরবেন ‘লিডার’ হয়ে!

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

দীর্ঘদিন ধরেই মুক্তির প্রহর গুনছে শাকিব ও বুবলী অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘লিডার, আমিই বাংলাদেশ’। অবশেষে এলো সিনেমাটির আনুষ্ঠানিক মুক্তির ঘোষণা। আসছে ঈদুল ফিতরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে ছবিটি। এমনই জানিয়েছেন এ ছবির প্রযোজনা প্রতিষ্ঠান বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড।

এ প্রসঙ্গে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের পরিচালক, আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা ও চলচ্চিত্রটির প্রযোজক সৈয়দ আশিক রহমান বলেন, ‘ছবিটি ঈদুল আজহায় মুক্তির পরিকল্পণা আছে আমাদের। ঈতোমধ্যে ঈদে মুক্তির সব প্রস্তুতিও সম্পন্ন করতে চেষ্টা চালানো হচ্ছে। বাকিটা দেখা যাক।’

গত বছর সেপ্টেম্বরে ধামরাইয়ের ফিল্ম সিটিতে ‘লিডার, আমিই বাংলাদেশ’ ছবিটির শুটিং দৃশ্য ধারণের কাজ শেষ হয়। এটি নির্মাণ করেছেন তপু খান। এই ছবির মাধ্যমেই চলচ্চিত্র পরিচালক হিসেবে অভিষেক হচ্ছে তার।

ঈদে শাকিব ফিরবেন ‘লিডার’ হয়ে!

২১ মার্চ ছবিটির এই পোস্টারটি প্রকাশ করা হয়।

পরিচালক তপু খান বলেন, ‘শুটিং ডাবিং সব শেষ ছবিটির। শেষ কালার কারেকশনের কাজও। তবে যে কাজ বাকি রয়েছে তাও দ্রুত শেষ করা হবে। ছবিটি উৎসবে মুক্তি দেওয়ার মতোই। আর ছবিটি ঈদের মুক্তির জন্য শাকিব খানের ভক্তরাও অধির আগ্রহে বসে আছে। আমিও চাই ছবিটি ঈদের উপহার হিসেবে দর্শকের কাছে তুলে দিতে।’

গত বছর ১৮ ফেব্রুয়ারি রাজধানীর তেজগাঁও বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিওতে সাংবাদ সম্মেলন করে নতুন চলচ্চিত্র ‘লিডার, আমিই বাংলাদেশ’ এর সাইনিং অনুষ্ঠিত হয়। একই বছর ২৫ মে রাজধানীর উত্তরায় শুরু হয়েছিল ছবির কাজ।

এ সিনেমায় আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, সুব্রত, সমু চৌধুরী, মাসুম বাশার, মিলি বাশার, প্রীতি, রিমু রেজা খন্দকার, সীমান্ত প্রমুখ।

Advertisement
Share.

Leave A Reply