fbpx

উকুলেলে হারিয়ে মন খারাপ তশিবার

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

সিলেট ছাতকের মেয়ে তশিবা বেগম। এই তো কয়েকমাস আগেও তার নামই জানতো না অনেকে। কিন্তু এখন বিশ্বের বাংলা ভাষাভাষী মানুষের কাছে এক পরিচিত নাম তশিবা।

আর তার এই পরিচিতি এনে দিয়েছে ‘নয়া দামান’ গানটি। মুজার সংগীত আয়োজনে এই গানে কণ্ঠ দিয়ে রাতারাতি জনপ্রিয়তা পেয়ে যান এই কণ্ঠশিল্পী।

গানে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য এর আগে বহু গানের প্রতিযোগিতায় নাম লিখিয়েছিলেন। কিন্তু কোথাও ঠাই হয়নি।

বাদ পড়া সেই মেয়েটিই এখন সবার আলোচনার বিষয়। ৮ জুন ঢাকায় এসেছিলেন শুটিংয়ের কাজে। মোস্তফা সরয়ার ফারুকীর নতুন একটি বিজ্ঞাপনে দেখা যাবে তাকে। আরও কিছু কাজ শেষে নিজের পছন্দের বাদ্যযন্ত্র উকুলেলে কিনেছিলেন। কিন্তু বাড়ি ফেরার সময় মনের ভুলে যন্ত্রটি ফেলে আসেন সিএনজিতে।

তশিবা ঘটনাটা বর্ণনা করেন এভাবে, অনেক শখ করে? ঢাকা Zs Music Zone থেকে জীবনের এই প্রথম নিজের উপার্জনে কিনেছিলাম এইটা । যন্ত্র শেখার জন্য কিন্তু কেনো কপাল আমার এতো খারাপ?? CNG পেছনে রাখি নামার আগে নিবো বলে কিন্তু ভুলে গিয়ে পেছন থেকে নিতে ভুলে যাই? ড্রাইভার কি আর দিবে যদি ও আমার নাম্বার ukuleler ব্যাগে আছে? আমার খুব খারাপ লাগছে জীবন থেকে এই রকম সকল ভালোলাগা ভালোবাসার সব কিছু চলে যায় আসলে??????

তশিবার কণ্ঠে নতুন আরও কিছু গান শিগগিরিই আসবে বলেও জানান এই তরুণ কণ্ঠশিল্পী।

Advertisement
Share.

Leave A Reply