fbpx

উখিয়া-টেকনাফসহ ৫ রোহিঙ্গা শিবিরে লকডাউন বাড়লো ৬ জুন পর্যন্ত

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

আবারও লকডাউন বাড়ানো হয়েছে কক্সবাজারের টেকনাফ ও উখিয়া উপজেলাসহ পাঁচটি রোহিঙ্গা শিবিরে। করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে না আসায় আগামী ৬ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে লকডাউন। এর আগে গত ২০ থেকে ৩১ মে পর্যন্ত ১২ দিন কঠোর লকডাউন ঘোষণা করা হয়েছিল।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানান, কক্সবাজার জেলা করোনা প্রতিরোধ কমিটির সিদ্ধান্ত অনুসারে সীমান্ত উপজেলা টেকনাফে ২০ থেকে ৩১ মে পর্যন্ত ‘লকডাউন’ দেওয়া হয়েছিল। কিন্তু করোনা আক্রান্তের সংখ্যা নিয়ন্ত্রণে না আসায় আবারো আগামী ৬ জুন পর্যন্ত লকডাউন বাড়ানো হয়েছে। তবে রোহিঙ্গা অধ্যুষিত এলাকা হওয়ায় এই দুই উপজেলায় কঠোরভাবে ‘লকডাউন’ বাস্তবায়ন হবে বলেও জানান এই কর্মকর্তা।

উখিয়ার ২, ৩, ৪, ১৫ ও ২৪ নম্বর শিবিরে চিকিৎসা, খাদ্যপণ্যসহ জরুরি কার্যক্রম ছাড়া সব প্রকার কার্যক্রম বন্ধ রয়েছে।

Advertisement
Share.

Leave A Reply