fbpx

`উচ্চশিক্ষার ক্ষেত্রে আমরা শিক্ষার মানোন্নয়ন করতে চাই’

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘‌উচ্চশিক্ষার ক্ষেত্রে আমরা শিক্ষার মানোন্নয়ন করতে চাই। শুধু তাই নয়, প্রাক-প্রাথমিক থেকে শিক্ষার মানোন্নয়নে শিক্ষার রূপান্তর ঘটানোর জন্য সারা বিশ্বে যে প্রচেষ্টা করা হচ্ছে, আমরা তার একেবারেই অগ্রভাগে আছি। এরই মধ্যে নতুন শিক্ষাক্রম চালু করেছি। তার মধ্য দিয়ে শিক্ষার্থীরা সমস্যা-সমাধান করতে শিখবে। তারা মননশীল, মানবিক ও সৃজনশীল মানুষ হবে।’

গতকাল দুপুরে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমিতে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম উদ্বোধন ও নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘পৃথিবীতে এখন প্রতিযোগিতার চেয়ে সহযোগিতার বিষয়ে জোর দেয়া হচ্ছে অনেক বেশি। কাজেই আমাদের শিক্ষার্থীরা যাতে সহযোগিতার মধ্য দিয়ে শিখতে পারে, তাই এখন শেখার পদ্ধতি একেবারে ভিন্ন করে ফেলা হয়েছে। শিক্ষার্থীরা যেটা শিখছে সেটা প্রয়োগ করে শেখা। চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্ষেত্রেও তাই হবে।’

তিনি আরো বলেন, ‘‌আপনারা শিক্ষাকে কাজে লাগাবেন। বিশ্ববিদ্যালয়ে কৃতিত্ব তখনি থাকবে, যখন আপনি আপনাকে পরিপূর্ণভাবে তৈরি করতে পারবেন। সেটা তৈরি করার জন্য বিশ্ববিদ্যালয় কাজ করে যাচ্ছে। আমাদের প্রাচীন শিক্ষা পদ্ধতিগুলো ফিরিয়ে আনতে হবে।’

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নাসিম আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পরিকল্পনা প্রতিমন্ত্রী শামছুল আলম। অনুষ্ঠানে আরো বক্তব্য দেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. দিল আফরোজ বেগম, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের সভাপতি অধ্যাপক ড. হাবিবুর রহমান, জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মিলন মাহমুদ, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুল রহমান জুয়েল, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি এএইচ এম আহসান উল্লাহ, স্বাধীনতা পদকপ্রাপ্ত চিকিৎসক ডা. সৈয়দ বদরুন নাহার চৌধুরী প্রমুখ।

Advertisement
Share.

Leave A Reply