fbpx

উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে ব্যাংকক নেওয়া হচ্ছে রওশন এরশাদকে

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

উন্নত চিকিৎসার জন্য গুরুতর অসুস্থ বিরোধী দলীয় নেতা রওশন এরশাদকে থাইল্যান্ডে নেওয়া হচ্ছে।

আজ শুক্রবার (৫ নভেম্বর) বিকেল পাঁচটায় ৭৮ বছর বয়সী রওশন এরশাদকে ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। খবরটি সংবামাধ্যমকে নিশ্চিত করেছেন রওশন এরশাদের ছেলে ও রংপুর-৩ আসনে জাপার সাংসদ রাহগির আল মাহি সাদ এরশাদ।

পারিবারিক সূত্র থেকে জানা যায়, বার্ধক্যজনিত নানা স্বাস্থ্যগত জটিলতায় ভুগছেন রওশন এরশাদ। শ্বাসকষ্ট ও ফুসফুসে কার্বন ডাই অক্সাইডের মাত্রা বৃদ্ধির কারণে গত ১৫ আগস্ট ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হয়ে প্রায় আড়াই মাস ধরে তিনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। গত ২০ অক্টোবর থেকে তার ফুসফুসে সংক্রমণ দেখা দিলে তাকে আইসিইউতে রাখা হয়। তার অক্সিজেনের স্তর ওঠানামা করছে বলে জানা যায়।

রওশন এরশাদের ছেলে সাদ আরও জানান, তার মা রওশন এরশাদের মূল সমস্যা বার্ধক্যজনিত। তার শরীর খুবই দুর্বল। যে কারণে তিনি কথা বলতে পারছেন না।

মা রওশন এরশাদের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন ছেলে সাদ এরশাদ।

Advertisement
Share.

Leave A Reply