fbpx

উপকূল এলাকায় ৩ নম্বর সতর্ক সংকেত

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

উপকূল এলাকায় প্রচুর বাতাস থাকায় সমুদ্রবন্দরগুলকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। তবে বাতাসের গতিবেগ রাতের মধ্যে কমে গেলে মঙ্গলবার সকালের মধ্যে সতর্ক সংকেত নামিয়ে ফেলা হবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ কাওসারা পারভীন।

সোমবার (১৮ অক্টোবর) বিবিএস বাংলাকে তিনি বলেন, ‘ভারতের তেলেঙ্গানা ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ রয়েছে, যার বর্ধিত অংশ রয়েছে বাংলাদেশ সীমান্তে। যার ফলে উপকূল অঞ্চলে বয়ে যাচ্ছে তীব্র বাতাস। এই বাতাসের কারণে ঝুঁকিতে পড়তে পারে নদীতে থাকা ছোট বড় মাছ ধরার নৌকা ও ট্রলারগুলি। যেকোন ঝুঁকি এড়াতে উপকূল অঞ্চল ও সমুদ্র বন্দরগুলিকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।’

পরবর্তী সিদ্ধান্ত সম্পর্কে তিনি বলেন, ‘বাতাস কমে গেলে সতর্ক সংকেত নামিয়ে দেওয়া হবে। তবে ভারতের উপকূলে থাকা লঘুচাপের কারণে বাংলাদেশে কোনওরকম ঘূর্ণিঝড় বা জলোচ্ছ্বাস হবার সম্ভাবনা নেই।’

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা ও বরিশাল বিভাগের অধিকাংশ জায়গায়, চট্টগ্রাম, রাজশাহী ও ঢাকা বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

সারাদেশে দিনের চেয়ে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি হ্রাস পেতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

Advertisement
Share.

Leave A Reply