fbpx

এই শীতে কাদায় মাখামাখি অপু

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

এমন শীতের দিনে মানুষ যেখানে গায়ে একটু পানি লাগাতেই ভয় পায়, সেখানে ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস কিনা সাড়া গায়ে কাদা মেখে বাচ্চাদের সাথে মজা করছেন।

অপু বিশ্বাস নিজের ফেসবুক ওয়ালে একটি ছবি পোস্ট করেছেন যেখানে দেখা যাচ্ছে একদল কিশোরের সাথে দুষ্টামিতে মেতে উঠেছেন অপু। অপুসহ সবাই কাদাতে মাখামাখি। সে অবস্থাতেই সেলফি তুলতে ব্যস্ত সবাই।

এই ছবি দেখে অনেকেই বলছেন, এমন শীতের দিনে সারা গায়ে গাদা মেখেছেন কেন অপু। সখ করে নয়, আসলে  একটি সিনেমার শুটিং এর ছবি এটি।

সিনেমার নাম ‘প্রেম-প্রীতির বন্ধন’। এটি পরিচালনা করছেন সুলাইমান আলি লেবু। এই সিনেমায় নায়ক জয় চৌধুরীর সাথে  জুটি বেধেছেন অপু বিশ্বাস।

Advertisement
Share.

Leave A Reply