fbpx

একই সাথে করোনার দুটি ভেরিয়েন্টে আক্রান্তের প্রমাণ মিলেছে

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

বেলজিয়ামে ৯০ বছর বয়সী এক নারীর শরীরে একই সাথে করোনার দুটি ভ্যারিয়েন্টে সংক্রমণের প্রমাণ মিলেছে। সম্প্রতি এই ঘটনা সামনে আসার পর এ বিষয়ে সতর্ক করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, ওই নারী চলতি বছর মার্চে অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হন। পরে নমুনা পরীক্ষা করে জানা যায়, তিনি যুক্তরাজ্য ও দক্ষিণ আফ্রিকার করোনা আলফা ও বিটা দুটি ভ্যারিয়েন্টেই আক্রান্ত ছিলেন। প্রথম দিকে তার শরীরে অক্সিজেনের মাত্রা ঠিক থাকলেও ধীরে ধীরে অবনতি হয়। পাঁচদিন পর তিনি মারা যান। ওই নারী করোনার ভ্যাকসিন নেয়া ছিলেন না বলেও জানানো হয়।

ধারণা করা হচ্ছে, একই সাথে করোনার দুটি ভ্যারিয়েন্টে সংক্রমণের ঘটনা এটাই প্রথম। চিকিৎসকদের ধারণা ওই নারী দুই জন আক্রান্ত ব্যক্তির থেকেই সংক্রমিত হয়েছিলেন। তবে এ ধরণের সংক্রমণকে বিরল বলেই জানিয়েছেন তারা।

Advertisement
Share.

Leave A Reply