fbpx

একদিনের ব্যবধানে আবারও সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড ২৫৮

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

একদিনের ব্যবধানে আবারও একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড দেখলো দেশ। সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত একদিনে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২৫৮ জন। এটিই এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ মৃত্যু বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এখন পর্যন্ত দেশে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে মোট ১৯ হাজার ৭৭৯ জনের।

মৃতদের মধ্যে পুরুষ ১৩৮ ও নারী ১২০ জন। এর মধ্যে সবচেয়ে বেশি ঢাকা বিভাগে ৮৪, চট্টগ্রাম বিভাগে ৬১, খুলনা বিভাগে ৫০ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় সারাদেশের ৬৩৯ টি পরীক্ষাগারে ৫২ হাজার ৪৭৮ নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত করা গেছে ১৪ হাজার ৯২৫ জনের দেহে। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৮ দশমিক ৪৪ শতাংশ। দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১১ লাখ ৯৪ হাজার ৭৫২।

একদিনে বাসা ও হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ১২ হাজার ৪৩৯ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছে ১০ লাখ ২২ হাজার ৪১৪ জন রোগী।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান শহরে প্রথম করোনাভাইরাসের অস্তিত্ব শনাক্ত করা হয়। এর পরের বছর ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা শনাক্তের কথা জানায় স্বাস্থ্য অধিদফতর। শনাক্তের ১০ দিন পর প্রথম করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর খবর পাওয়া যায় ১৮ মার্চ।

Advertisement
Share.

Leave A Reply