fbpx

একদিনে এ বছরের সর্বোচ্চ ডেঙ্গু রোগী শনাক্ত

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় এখন পর্যন্ত একদিনে হাসপাতালে সর্বোচ্চ ৩৪৩ জন রোগী ভর্তি হয়েছেন। এদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২৮৬ জন। ঢাকার বাইরে হাসপাতালগুলোতে ভর্তি আছেন ৫৭ জন। আর এ বছরেই ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ৫২ জন।

৭ সেপ্টেম্বর (মঙ্গলবার) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত হাসপাতালে সর্বমোট ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ১২ হাজার ৪৩৪ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১১ হাজার ১০১ জন রোগী।

চলতি সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহেই ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ২ হাজার ৭৮ জন।

Advertisement
Share.

Leave A Reply