fbpx

একদিনে দেশে করোনায় শনাক্ত আবারও ছাড়ালো তিনশ’!

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

দেশে চলছে এখন শীতের হিমেল হাওয়া, কুয়াশায় ঢেকে রয়েছে চারপাশ। যদিও সবাই এই শীতেই সবচেয়ে বেশি আতঙ্কে রয়েছেন করোনার প্রকোপ বেড়ে যাওয়ার। তবে, করোনার মতো মহামারিকে কিছুটা হলেও নিয়ন্ত্রণে আনতে পেরেছে আমাদের দেশের মানুষ। সেই ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় করোনায় মৃতের সংখ্যা রয়েছে অপরিবর্তিত। তবে, এই একদিনে দেশে বেড়েছে শনাক্তের সংখ্যা, যা আবারও তিনশ’ ছাড়িয়ে গেছে।

গত একদিনে মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত এ ভাইরাসে মৃত্যু সংখ্যা ৩। যেখানে গতকালও এ ভাইরাসে মৃত্যুর সংখ্যা ছিল একই, ৩ জন। এখন পর্যন্ত দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ২৭ হাজার ৯৬১ জনে।

আজ বুধবার (২৪ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে রোগী শনাক্ত হয়েছেন ৩১২ জন। দেশে এখন পর্যন্ত করোনায় মোট শনাক্ত রোগীর সংখ্যা ১৫ লাখ ৭৪ হাজার ৯৪৮ জন।

এছাড়া, করোনায় একদিনে দেশে সুস্থ হয়েছেন ৩৩৮ জন। এ পর্যন্ত দেশে করোনায় মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩৯ হাজার ১৯৩ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান শহরে প্রথম করোনাভাইরাসের অস্তিত্ব শনাক্ত করা হয়। এর পরের বছর ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা শনাক্তের কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর। শনাক্তের ১০ দিন পর প্রথম করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর খবর পাওয়া যায় ১৮ মার্চ।

Advertisement
Share.

Leave A Reply