fbpx

একদিনে মৃত্যু ২৫: বিশ্বে মৃত্যু তালিকায় বাংলাদেশ ৩৬তম

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

১০ জানুয়ারি সকাল পর্যন্ত একদিনে করোনা আক্রান্ত হয়ে দেশে মৃত্যু হয়েছে ২৫ জনের। এনিয়ে মোট প্রাণহানি দাঁড়ালো ৭ হাজার ৭৮১ জনে।

রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, ১৮১ টি ল্যাবে ১২ হাজার ৯২০ নমুনা পরীক্ষায় নতুন শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৭১ জন। এ নিয়ে মোট আক্রান্তে সংখ্যা ৫ লাখ ২২ হাজার ৪৫৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন সুস্থ হওয়া ৭৩৭ জন রোগীসহ মোট সুস্থ রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৪ লাখ ৬৬ হাজার ৮০১ জন।

বিশ্বে শনাক্ত করোনা রোগীর সংখ্যা প্রায় ৯ লাখ। মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১৯ লাখ ২৬ হাজারে। আর বিশ্বে  আক্রান্তের সংখ্যার দিকে থেকে বাংলাদেশর অবস্থান ২৭ তম এবং মৃত্যুর সংখ্যার দিক থেকে ৩৬ তম অবস্থানে আছে বলে উঠে এসেছে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের গবেষণা তালিকায়।

বাংলাদেশে করোনাভাইরাস প্রথম সংক্রমণ ধরা পড়ে ২০২০ সালের ৮ মার্চ। শনাক্তের সংখ্যা ৫ লাখ পেরোয় গত মাসের শেষ সপ্তাহে।

Advertisement
Share.

Leave A Reply