fbpx
BBS_AD_BBSBAN
৭ই ডিসেম্বর ২০২২ | ২২শে অগ্রহায়ণ ১৪২৯ | পরীক্ষামূলক প্রকাশনা

একদিনে ১০০ সিনেমার ঘোষণা!

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ঢালিউড যখন সিনেমা সংকটে ধুঁকছে তখনই ঘোষণা এলো একসাথে ১০০ সিনেমার। এটাকে অনেকে সিনেমা বাঁচানোর ’আন্দোলন’ বলেও দাবি করছেন।

গতকাল মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) এফডিসিতে বিশাল আয়োজনে মহরত অনুষ্ঠানে কেক কেটে ১০০ সিনেমার ঘোষণা দেওয়া হয়। এসময় সেখানে উপস্থিত ছিলেন সাইমন, কেয়া, নিরব, আরজু, মিষ্টি জান্নাতসহ ঢালিউডের অনেক তারকা। উপস্থিত ছিলেন নানা প্রজন্মের চলচ্চিত্র পরিচালকগণও।

অনুষ্ঠানে লটারির মাধ্যমে ১০০ জন পরিচালককে বাছাই করা হয়। তারা সবাই বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সদস্য।

প্রথম কিস্তিতে ৩০টি সিনেমার জন্য চূড়ান্ত পরিচালকদের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি করা হয়েছে। তাদের সাইনিং মানিও দেয়া হয়েছে। আগামী মার্চে  আরও ৩০ জনকে চুক্তিবদ্ধ করে শুটিংয়ের জন্য পাঠানো হবে। বাকি ৪০ জনকে চুক্তিবদ্ধ করা হবে এপ্রিলের প্রথম সপ্তাহেই।

এরমধ্যে ৮০টির মতো সিনেমার নামও নিবন্ধন করা হয়েছে পরিচালক সমিতিতে।

এপ্রিল মাসের মধ্যেই ১০০টি সিনেমার নির্মাণ শেষ করা হবে।

আগামী ২২ ফেব্রুয়ারি প্রথম কিস্তির ৩০টি থেকে ১০টি সিনেমার শুটিং শুরু হবে কক্সবাজারে। বাকি ২০টির শুটিং শুরু হবে মার্চে। আপাতত ১০টি সিনেমার গল্প, পরিচালক ও শিল্পী সবই প্রস্তুত আছে। একটানা কাজ শেষ হবে ছবিগুলোর। মার্চের প্রথমদিকে এ ১০টি ছবির শুটিং শেষ করে সেন্সরে জমা দেয়া হবে। ছাড়পত্র পাওয়ার পর সিনেমাগুলো প্রেক্ষাগৃহ, ইউটিউব ও টেলিভিশনে মুক্তি পাবে।

Advertisement
Share.

Leave A Reply