fbpx

একসময় আমার ব্যাংক অ্যাকাউন্টে ৪-৫ হাজার টাকা ছিল: বাঁধন

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

আজমেরী হক বাঁধন বাংলাদেশের যে কোন অভিনেত্রীর জন্য আইডল হতে পারেন। শুধু অভিনেত্রীই নয়, বলা যেতে পারে যে কোন নারীর জন্য তিনি আইডল হতে পারেন। কতটা চড়াই-উতরাই পার হয়ে আজকের বাঁধন তৈরি হয়েছেন সেটা কেবল তিনিই জানেন। জীবনের খারাপ সময়গুলোর দিকে তাকালে এই অভিনেত্রী এখনো শিউরে ওঠেন।

এত এত সাফল্যের সাথে সাথে কি ব্যাংক ব্যালেন্সও কিছুটা বাড়লো? অকপট অভিনেত্রী, ‘আজ থেকে কয়েক বছর আগে যখন আমার সন্তানের বাবা আমাকে আর আমার মেয়েকে ছেড়ে চলে যায়, তখন আমার মেয়েকে ভর্তির টাকা ম্যানেজ করা আমার জন্য এতটা সহজ ছিল না। মাত্র ৪-৫ হাজার টাকা ব্যাংকে ছিলো আমার। সে হিসেবে তো হ্যাঁ, এখন কিছুটা বেশিই আছে।’

বাংলাদেশের যে কোন অভিনেত্রীর জন্য তিনি উদাহরণ হতে পারেন। ছবি: ফেসবুক

এত ভালো ভালো কাজ করছেন, এরপর কী করার প্লান আছে? এমন প্রশ্নে বাঁধন হেসে বলেন, ‘আমি ফেব্রুয়ারি পর্যন্ত আমার
ভবিষ্যৎ দেখতে পাচ্ছি। খুব বেশি দূরে আমি ভাবতে পারি না। আমি বর্তমানটাকে উপভোগ করছি।’

কান চলচ্চিত্র উৎসব মাতিয়ে ‘রেহানা মরিয়ম নূর’ এখন বাংলাদেশী দর্শককেও মাতাচ্ছেন। সবাই আব্দুল্লাহ সাদের নির্মাণকে প্রশংসায় ভাসাচ্ছেন। সেই সাথে চারদিকে বাঁধনের অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ সবাই।

কিছুদিন আগেই এই অভিনেত্রী বলিউড খ্যাত নির্মাতা বিশাল ভরদ্বাজের ‘খুফিয়া’ সিনেমার শুট শেষ করে এসেছেন। হাতে আছে নির্মাতা সাদিক মাহমুদ পরিচালিত ‘দ্য ব্লেসড ম্যান’ সিনেমাটি যেখানে তাঁর সহশিল্পী তাহসান খান।

সিনেমাটি অ্যাপল বক্সের প্রযোজনায় নির্মিত হবে।

Advertisement
Share.

Leave A Reply