fbpx

একাধিক ডিভাইসে চলবে হোয়াটসঅ্যাপ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

বর্তমানে ডেস্কটপ বা অন্য কোনো ডিভাইসে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে চাইলে বাধ্যতামূলকভাবে ফোনকে সংযুক্ত করতে হয় এবং তা সচল রাখতে হয়। গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে তাই এ ব্যবস্থা থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছে এ টেক জায়ান্ট। ফোন ছাড়াই তারা ব্যবহারকারীদের একাধিক ডিভাইসে এ অ্যাপটি ব্যবহারের সুযোগ করে দিতে চাইছে।

টেকক্রাঞ্চের এক প্রতিবেদনে প্রতিষ্ঠানটি বলছে, সীমিত পরিসরে উন্নত একাধিক ডিভাইস সক্ষমতার পাবলিক বেটা টেস্টিং শুরু করছে তারা। এই আপডেটের ফলে প্রথমবারের মতো ‘ফোন নয়’ এমন চারটি ডিভাইসে হোয়াটসঅ্যাপ ব্যবহারের সুযোগ পাবেন ব্যবহারকারীরা।

এক পোস্টের মাধ্যমে তারা জানিয়েছে, ‘প্রত্যেকটি সঙ্গী ডিভাইস স্বাধীনভাবে আপনার হোয়াটসঅ্যাপে যুক্ত হবে।‘

বর্তমানে বিশ্বে প্রায় দুই কোটির বেশি মানুষ হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। অনেক আগে থেকেই তারা ব্যবহারকারীদেরকে এন্ড-টু-এন্ড এনক্রিপশন সেবা দিয়ে আসছে।

সামনের দিনগুলোতে উন্নত কর্মক্ষমতা আনতে এবং নতুন নতুন ফিচার যোগ করতে কাজ চালিয়ে যাচ্ছে জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ।

Advertisement
Share.

Leave A Reply