fbpx

এক দিনে এক লাখের বেশি মানুষ টিকা নিলো

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

৯ ফেব্রুয়ারি এক লাখের বেশি মানুষ করোনা ভাইরাসের টিকা নিয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার ১ লাখ ১ হাজার ৮২ জন টিকা নিয়েছেন। তাদের মধ্যে ৭৪ হাজার ৫৮৬ জন পুরুষ ও ২৬ হাজার ৪৯৬ জন নারী। টিকা গ্রহণকারীদের মধ্যে ঢাকা মহানগরীর ১২ হাজার ৫১৭ জন এবং ঢাকা বিভাগে রয়েছেন ২৫ হাজার ২২০ জন। এছাড়া ময়মনসিংহ বিভাগে ৪ হাজার ৮৫৫, চট্টগ্রাম বিভাগে ২৩ হাজার ৫৪৪, রাজশাহী বিভাগে ১৩ হাজার ১১৪, রংপুর বিভাগে ১০ হাজার ২৩৭, খুলনা বিভাগে ১১ হাজার ৩৭২, বরিশাল বিভাগে ৪ হাজার ১৮১ ও সিলেট বিভাগে ৮ হাজার ৫৫৯ জন টিকা নিয়েছেন।

এই টিকা গ্রহণকারীদের মধ্যে ৯৪ জনের শরীরে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে বলেও জানানো হয়।

স্বাস্থ্য সচিব মো. আবদুল মান্নান গণমাধ্যমে বলেন, ‘টিকা নিয়ে সাধারণ মানুষের যে ভীতি ছিল তা এখন একেবারেই কেটে গেছে। এখানে লাইন ধরে মানুষ আসছে, উৎসবমুখর পরিবেশে স্বপ্রণোদিতভাবে টিকা নিচ্ছে।’

তিনি আরও বলেন, ‌’পর্যাপ্ত লজিস্টিক সরবরাহ এমনকি স্পট নিবন্ধনেরও সুযোগ রয়েছে। বয়োবৃদ্ধ ছাড়া অন্যান্য সবারই আগে থেকে নিবন্ধন করে এলে ঝামেলা পোহাতে হবে না। টিকা না পাওয়া নিয়ে অস্থিরতার দরকার নেই। সেরাম ইনস্টিটিউট ছাড়াও জিএভিআই (গাভি) অ্যালায়েন্স ও ফাইজারসহ বিভিন্ন সোর্স থেকে টিকা আসছে। ভ্যাকসিনের কোনো সংকট হবে না ইনশা আল্লাহ।’

গত ২৭ জানুয়ারি রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পরীক্ষামূলক টিকা কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন বিভিন্ন শ্রেণী-পেশার ২৬ জন নাগরিকের ওপর টিকা প্রয়োগ করা হয়। পরদিন রাজধানীর পাঁচ হাসপাতালে আরো ৫৪১ জনের ওপর পরীক্ষামূলকভাবে এ টিকা প্রয়োগ করা হয়।

৭ ফেব্রুয়ারি থেকে সারা দেশে একযোগে টিকাদান কর্মসূচি চলছে। এ পর্যন্ত দেশে মোট টিকা নিয়েছেন ১ লাখ ৭৯ হাজার ৩১৮ জন।

Advertisement
Share.

Leave A Reply