fbpx

এক লাফে সয়াবিন তেলের দাম বাড়ল লিটারে ৯ টাকা

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

আবারও বাড়লো সয়াবিন তেলের দাম। দুই বা পাঁচ টাকা নয় এক লাফে কেজি প্রতি ৯ টাকা বাড়ানোর কথা জানিয়েছে তেল পরিশোধন ও বিপণনকারীদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন।

বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে সংগঠনটি আরও জানায়, এখন থেকে এক লিটার বোতলজাত সয়াবিন তেল ১৫৩ টাকায় বিক্রি হবে, যা আগে ছিল ১৪৪ টাকায়। পাঁচ লিটারের এক বোতল তেলের দাম পড়বে ৭২৮ টাকা।

সে অনুযায়ী খোলা সয়াবিন তেল লিটারপ্রতি ১২৯ টাকা ও পাম সুপার তেল ১১২ টাকা দাম নির্ধারণ করা হয়েছে। তবে পাম তেলের দাম লিটারপ্রতি কমলো এক টাকা।

ভোজ্যতেল বিপণনকারী কোম্পানিটিকে গ্রুপের পরিচালক মো. শফিউল আথহার তাসলিম জানিয়েছেন, বিশ্ববাজারে তেলের দাম অস্বাভাবিক রকমের বেশি। আমদানি মূল্য ধরে দাম লিটারপ্রতি ১৩ টাকা বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছিল বাণিজ্য মন্ত্রণালয়ে। তবে মন্ত্রণালয় ৯ টাকা বাড়ানোর বিষয়টি অনুমোদন দেয়। এ দরে আগামী শনিবার থেকে তেল বিক্রি হবে।

উল্লেখ্য, গত বছরের সেপ্টেম্বর-অক্টোবর মাস থেকে কয়েক দফা বেড়েছে সয়াবিন তেলের দাম। গত ৭ মাসে ৫ লিটার সয়াবিন তেলের বোতলে বেড়েছে ২২৩ টাকা।

Advertisement
Share.

Leave A Reply