fbpx

এখন থেকে প্রাণীখাদ্যের লবণেও থাকতে হবে আয়োডিন

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

এখন থেকে প্রাণীর খাদ্য প্রস্তুতেও আয়োডিনযুক্ত লবণ ব্যবহার করতে হবে। এমন বিধান রেখেই জাতীয় সংসদে আজ ‘আয়োডিনযুক্ত লবণ বিল-২০২১’ পাস হয়েছে।

১৪ জুন (সোমবার) জাতীয় সংসদে এই বিল পাশ করা হয়।

জাতীয় সংসদে পাশ হওয়া নতুন এই আইনে বলা হয়েছে, মানুষের জন্য ভোজ্যলবণ এবং প্রাণিখাদ্য প্রস্তুতে ব্যবহৃত লবণে আয়োডিন না থাকলে সর্বোচ্চ তিন বছরের জেল এবং ১৫ লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। তবে, খুচরা লবণ বিক্রেতা এ অপরাধে দণ্ডিত হবেন না। এর আগের ১৯৮৯ সালের ‘আয়োডিন অভাবজনিত রোগ প্রতিরোধ আইন’ বাদ দিয়ে নতুন এই আইন করা হয়েছে।

এতে আরও বলা হয়েছে, লবণ আমদানি, উৎপাদন, গুদামজাত, ভোক্তা পর্যায়ে পাইকারি সরবরাহ, প্রক্রিয়াজাতকরণ ও পরিশোধন করতে চাইলে এই আইনের অধীনে নিবন্ধন করতে হবে। নিবন্ধন না করলে দুই বছরের জেল এবং ১০ লাখ টাকা জরিমানা করা যাবে।

প্যাকেট বা লেবেলবিহীন ভোজ্য বা অভোজ্য লবণ বিক্রি করলে দুই বছরের কারাদণ্ড এবং ১০ লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে।

Advertisement
Share.

Leave A Reply