fbpx

এবছরও বিদেশিদের হজে যাওয়া বন্ধ করতে পারে সৌদি আরব

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

গত বছরের মতো এবছরও বিদেশিদের হজে যাওয়া বন্ধ করার কথা ভাবছে সৌদি সরকার।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বিশ্বজুড়ে করোনা সংক্রমণ বৃদ্ধি এবং বিভিন্ন দেশে ছড়িয়ে পড়া নতুন ধরণগুলো নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সৌদি সরকার। সেকারণে টানা দ্বিতীয় বছরের মতো অভ্যন্তরীনদের নিয়ে হজ পালনের সিদ্ধান্ত নিতে যাচ্ছে সৌদি আরব। তবে এ বিষয়ে আলোচনা চলছে, এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি দেশটি।

এ সিদ্ধান্ত চূড়ান্ত হলে, মক্কায় হজের জন্য মুসল্লিদের উপস্থিতি গতবছরের মতই অনেক কম হবে।

সৌদির কর্তপক্ষের এক সূত্রের বরাদ দিয়ে রয়টার্স জানায়, দেশের মধ্যে যাঁরা টিকা নিয়েছেন এবং ছয় মাস আগে কোভিডমুক্ত হয়েছেন, শুধু তাঁদের হজ করার সুযোগ দেওয়া হবে। এ ছাড়া বয়সের সীমাও বেঁধে দেওয়া হবে।

প্রাথমিকভাবে টিকা নেওয়া কিছু সংখ্যক বিদেশিদের হজ পালনের সুযোগ দেওয়ার কথা ভাবা হয়েছিল। কিন্তু টিকা নিয়ে  বিভ্রান্তি, এর কার্যকারিতা ও করোনার নতুন ধরন নিয়ে উদ্বেগের কারণে কর্মকর্তারা ওই পরিকল্পনা থেকে সরে এসেছেন।

গত ফেব্রুয়ারি মাসে সৌদি সরকার ২০টি দেশের নাগরিকদের সে দেশে প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করে। সংযুক্ত আরব আমিরাত, জার্মানি, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, দক্ষিণ আফ্রিকা, ফ্রান্স, মিশর, লেবানন, ভারত ও পাকিস্তানের ওপর সে নিষেধাজ্ঞা এখনো বহাল রয়েছে।

Advertisement
Share.

Leave A Reply