fbpx

এবার ইংরেজিতে ‘মানিকে মাগে হিতে’

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

সিংহলি ভাষার ‘মানিকে মাগে হিতে’ গানের সাত মাস পরেও মলিন হয়নি সুর। সহজ  সুরে বাধা এই গানের মুগ্ধতা কাটেনি এখনও। বরং দেশের গণ্ডি পার হয়ে তা ছড়িয়ে পড়েছে নানা দিকে। শ্রীলঙ্কার ইয়োহানি দিলোকা দি সিলভার গাওয়া এই গান এ বার ইংরেজি ভাষায় গাইলেন ওলন্দাজ গায়িকা এমা হিস্টার্স।

এমা সুর, তাল এক রেখে নিজের মতো করে গেয়েছেন গানটি। গানটি পোস্ট হওয়ার পর এমাকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন তার অনুরাগীরা।

‘মানিকে মাগে হিতে’ সিংহলি ভাষার একটি সিনেমার গান। সিনেমাটি গত বছরে মুক্তি পায়। চলতি বছরে ইওহানি দি সিলভা গানটি নতুন করে গেয়েছেন। এই গানের জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলছে।

Advertisement
Share.

Leave A Reply