fbpx

এবার কিয়ারা-রণবীর জুটি

Pinterest LinkedIn Tumblr +

সাউথের পরিচালক শংকরের সঙ্গে জুটি বাঁধবেন বলিউডের রণবীর সিং। এর আগে দুজনেই জানিয়েছিলেন তারা একসাথে কাজ করতে চান। অবশেষে তা সত্য হতে চলেছে। শোনা যাচ্ছে, রণবীরের বিপরীতে দেখা যাবে কিয়ারা আদভানিকে। এরই মধ্যে তারা সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন এ খবর পাওয়া গেছে। খুব শীঘ্রই শুরু হবে সিনেমার শ্যুটিং।

ভারতের ক্রিকেট বিশ্বকাপ জয় নিয়ে কবীর খানের সিনেমা ‘৮৩’র জন্যও প্রস্তুত হচ্ছেন রণবীর। আগামী ৪ জুন মুক্তি পাবে এ সিনেমা। হিন্দি ছাড়াও তামিল, তেলুগু, কন্নড় এবং মালয়ালাম ভাষায় দেখা যাবে এই ছবি।

করোনার জন্য এ ছবির মুক্তির দিন পিছিয়ে যায়। শোনা যাচ্ছিলো, ওটিটিতে মুক্তি পেতে পারে ‘৮৩’। অবশেষে এবার প্রেক্ষাগৃহের মুখ দেখবে এই সিনেমা।

অন্য দিকে, কিয়ারাকে শেষ দেখা যায় অক্ষয় কুমারের বিপরীতে ‘লক্ষ্মী’ ছবিতে। সামনে আসছে তার ‘শেরশাহ’, ‘যুগ যুগ জিও’, ‘ভুল ভুলাইয়া ২’ সিনেমা তিনটি।

Share.

Leave A Reply