fbpx
BBS_AD_BBSBAN
২৯শে নভেম্বর ২০২৩ | ১৪ই অগ্রহায়ণ ১৪৩০ | পরীক্ষামূলক প্রকাশনা

এবার নিরব-মিথিলা জুটি

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

একের পর এক নতুন চলচ্চিত্রে অভিনয় করে যাচ্ছেন নিরব। অন্যদিকে টিভি নাটক, ওয়েব সিরিজ আর বিজ্ঞাপনের প্রিয়মুখ মিথিলা। এবার এই দুই তারকা এক হচ্ছেন অনন্য মামুনের নতুন ছবি ‘অমানুষ’ এ।

২০ মার্চ নিরব-মিথিলা ছবিটির জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। ২৫ মার্চ ছবিটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।

‘অমানুষ’র মূল গল্প অনন্য মামুনের, আর এর সংলাপ লিখেছেন জুয়েল কবির ও পাপ্পু রাজ। থ্রিলার গল্পে এটি নির্মিত হবে।

সম্প্রতি মিথিলা অভিনীত ওয়েব সিরিজ ‘কন্ট্রাক্ট’ মুক্তি পেয়েছে একটি ওটিটি প্ল্যাটফর্মে। অ্যাকশন-থ্রিলার ঘরনার সিরিজটি লেখক মোহাম্মদ নাজিম উদ্দিনের উপন্যাস অবলম্বনে নির্মাণ করেছেন তানিম নূর এবং কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়। এতে মিথিলা ছাড়া আরও অভিনয় করেছেন আরিফিন শুভ ও চঞ্চল চৌধুরী।

Advertisement
Share.

Leave A Reply