fbpx

এবার বন্ধ হলো লঞ্চও

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

পরিবহন ধর্মঘটের মধ্যে এবার লঞ্চ চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে লঞ্চ মালিক সমিতি। সমিতির কেন্দ্রীয় সভাপতি মাহাবুব উদ্দিন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘লঞ্চের ভাড়া বৃদ্ধির বিষয়ে সিদ্ধান্ত না আসায় লঞ্চ চালাতে মালিকরা অপারগতা প্রকাশ করেছেন। বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান শনিবার দুপুর পর্যন্ত লঞ্চ ভাড়া বৃদ্ধির বিষয়ে কোনো সিদ্ধান্ত দেননি। তাই তেলের টাকা জোগাড় করতে না পারায় লঞ্চ চলাচল বন্ধ থাকবে।‘

গত বৃহস্পতিবার ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ১৫ টাকা বাড়ানোর পর শুক্রবার থেকে ধর্মঘটের ঘোষণা দেয় পরিবহন মালিক-শ্রমিকদের সংগঠনগুলো। পরিবহনের ভাড়া বাড়ানোর দাবিতে রবিবার পর্যন্ত ধর্মঘট চলবে বলে জানিয়েছে পরিবহন শ্রমিক নেতারা।

এদিকে হঠাৎ করেই দেশে জ্বালানি তেলের দাম বাড়ায় লঞ্চের ভাড়া দ্বিগুণ করার দাবি জানায় বাংলাদেশ লঞ্চ মালিক সমিতি।

তখন লঞ্চ মালিক সমিতির সভাপতি মাহাবুব উদ্দিন গণমাধ্যমকে বলেন, ডিজেলের দাম বাড়ার কারণে আমরা লঞ্চ ভাড়া শতভাগ বাড়াতে চাই।

Advertisement
Share.

Leave A Reply