একের পর এক অনুরাগীদের চমক দিয়েই চলছেন রাইমা সেন। কিছুদিন ধরেই খোলামেলা পোশাকে হাজির হচ্ছেন তিনি। এমনকি সম্প্রতি তোলা তার কিছু ছবি নিয়ে বেশ হৈ চৈ পড়ে গিয়েছিল। কিন্তু এসবকে থোরাই কেয়ার করেন সুচিত্রা সেনের নাতনি।
রবিবার(৬ জুন) সকালে ইনস্টাগ্রামে বিকিনি পরে পরপর দুটি ছবি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি।
প্রথম ছবিতে দেখা যাচ্ছে, কালো রঙের বিকিনি পরে আরামকেদারায় শুয়ে আছেন এই অভিনেত্রী। তার চোখ ঢেকেছে কালো রোদ চশমা। অন্য আরও একটি ছবিতে, সাদা কালো ডোরা কাটা বিকিনিতে মুগ্ধতা ছড়াচ্ছেন অভিনেত্রী। সেখানে জলের মধ্যে খোলা চুলে সময় কাটাতে দেখা যাচ্ছে রাইমাকে।

রাইমা সেন। ছবি: ইনস্টাগ্রাম

ছবি: ইনস্টাগ্রাম
বিগত কয়েকদিন ধরে রাইমার ইনস্টাগ্রামের দেওয়াল জুড়ে শুধু একজনেরই তোলা ছবি ভিড় করেছিল। তিনি ভারতীয় চিত্রগ্রাহক তথাগত ঘোষ। টলিউডে এরইভেতর কানাঘুষো শুরু হয়েছে, তবে কি তথাগত’র সাথে প্রেম করছেন রাইমা? অবশ্য এ বিষয়ে কেউই কিছু বলেননি। দুজনেই মুখে কুলুপ এঁটেছেন।