Advertisement
নতুন মডেলের ব্র্যান্ড গাড়ি খুব টানে নুসরাত ফারিয়াকে। গত বছর মার্চে এ জনপ্রিয় তারকা কিনেছিলেন নীল রঙের এক টয়োটা সিএইচআর মডেলের গাড়ি। তার আগে অডি এ থ্রি মডেলের একটি গাড়ি ব্যবহার করতেন তিনি। এবার তিনি কিনলেন ‘মার্সিডিস বেঞ্জ-সিএলএ২০০ ২০২০ মডেল’ এর সাদা রঙের একটি গাড়ি। একথা নিজেই প্রচার করেছেন নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে।
বৃহস্পতিবার (১৮ মার্চ) গাড়িটির সঙ্গে ছবি পোস্ট করে তার ক্যাপশনে লেখেন, ‘ওয়েলকাম হোম বেবি’।

দামি গাড়ি ও লাল পোশাকে আলোচিত তারকা নুসরাত ফারিয়া। ছবি : ফেসবুক
সংবাদমাধ্যম জানিয়েছে, বাংলাদেশের বাজারে নুসরাত ফারিয়ার নতুন কেনা ‘মার্সিডিজ-বেঞ্জ সিএলএ২০০ ২০২০’ মডেলের গাড়ির দাম প্রায় ৮৫ লাখ টাকা। এর সঙ্গে আছে কাগজপত্র, ইন্স্যুরেন্সসহ অন্য বেশ কিছু খরচ।
Advertisement