fbpx

এবার সুশান্তের দেহরক্ষীকে তলব করল এনসিবি

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

বলিউডের প্রয়াত অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুতদন্ত নতুন নতুন মোড় নিচ্ছে। এবার অভিনেতার দেহরক্ষীকে পরপর ২ দিন জিজ্ঞাসাবাদের জন্য তলব করল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)।

শুধু জিজ্ঞাসাবাদই নয়, অন্যান্য দিকও খতিয়ে দেখবে এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। হরিশ খান নামে একজন মাদক বিক্রেতাকে সম্প্রতি মুম্বাইয়ের পুলিশ বান্দ্রা থেকে গ্রেফতার করেছেন। সুশান্তকে মাদক সরবরাহে তার ভূমিকা ছিল বলে জানা যাচ্ছে।

কিছু দিন আগেই অভিনেতার বন্ধু এবং ফ্ল্যাটমেট সিদ্ধার্থ পিঠানিকে হায়দরাবাদ থেকে গ্রেফতার করে এনসিবি। সেখানকার স্থানীয় আদালতের অনুমতি নিয়ে তাকে মুম্বাই আনা হয়েছে।

সিদ্ধার্থের গ্রেফতারের পরে সুশান্তের দুই পরিচালক কেশব এবং নীরজকে মাদক সংক্রান্ত মামলার জন্য ডেকে পাঠায় এনসিবি। অভিনেতাকে মাদক সরবরাহ করায় এই দুই ব্যক্তির হাত রয়েছে বলে শোনা যায়।

সুশান্ত মারা যাওয়ার পর দুই প্রত্যক্ষদর্শী নীরজ এবং সিদ্ধার্তকে একসাথে বসিয়ে একাধিকবার জিজ্ঞাসাবাদ করেছিলেন মুম্বাই পুলিশ। তবে তাদের কথায় তখন বেশকিছু অসংগতি ধরা পড়েছিল।

Advertisement
Share.

Leave A Reply